
যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে। যখন সাহায্য চাইবে একান্ত আল্লাহর কাছেই চাইবে। জেনে রাখো, দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমার কোন উপকার সাধন করতে চায়– তবে আল্লাহ তায়ালা তোমার জন্য যা কিছু নির্দিষ্ট করে দিয়েছেন তার বেশি তারা তোমার আর কোন উপকার করতে পারবে না। আর যদি দুনিয়ার সকল মানুষ মিলে তোমার কোন ক্ষতি করতে চায়, তবে আল্লাহ তায়ালা তোমার জন্য যা কিছু নির্ধারণ করে দিয়েছেন তার বাইরে তারা তোমার অন্য কোন ক্ষতিই করতে পারবে না। (কেননা) লেখার কলম উঠিয়ে নেয়া হয়েছে এবং ভাগ্যলিপি লেখা পৃষ্ঠাগুলোও শুকিয়ে গেছে। এ হাদিসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং এটাকে সহিহ হাদিস বলেছেন। তিরমীযি ছাড়া অন্য বর্ণনায় এভাবে বলা হয়েছে – আল্লাহকে সমম্রণ করবে, তাহলে তুমি তাঁকে তোমার কাছে পাবে। তোমার স্বচ্ছল অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করবে তাহলে তিনি তোমার দুরঅবস্থায় তোমাকে স্মরণ করবেন।
0 Comments