Breaking News

সব সময় আল্লাহকে ভয় কর কারন যে কোন সময় তুমি চলে যেতে না ফেরার দেশে!!!!

তিরমিযী হাদীস ১৮। হযরত আবু যার জুনদুব বিন জুনাদাহ এবং আব্দুর রহমান মোয়ায বিন জাবাল (রা) থেকে বর্ণিত, তারা বলেন, আল্লাহর রসূল (সাঃ) বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকোনা কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি গোনাহের পর পরই একটি ভালো কাজ করো এতে তোমার নেক কাজটি গোনাহের কাজটিকে মুছে দিবে। তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো। এ হাদিসটি তিরমীযি বর্ণনা করেছেন এবং বলেছেন এটা হাসান হাদিস। কোন কোন সংকলনে এটাকে সহীহ হাসান বলা হয়েছে।  ১৯। হযরত আবু আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস (রা) বর্ণনা করেছেন, একদিন আমি নবী করিম (সা) এর পিছনে ছিলাম এবং তিনি আমাকে বললেন, হে যুবক! আমি তোমাকে কয়েকটি কথা শিখাতে চাই। কথাগুলো হচ্ছে এই যে, তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি তাঁকে তোমার সামনেই পাবে। 


যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে। যখন সাহায্য চাইবে একান্ত আল্লাহর কাছেই চাইবে। জেনে রাখো, দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমার কোন উপকার সাধন করতে চায়– তবে আল্লাহ তায়ালা তোমার জন্য যা কিছু নির্দিষ্ট করে দিয়েছেন তার বেশি তারা তোমার আর কোন উপকার করতে পারবে না।  আর যদি দুনিয়ার সকল মানুষ মিলে তোমার কোন ক্ষতি করতে চায়, তবে আল্লাহ তায়ালা তোমার জন্য যা কিছু নির্ধারণ করে দিয়েছেন তার বাইরে তারা তোমার অন্য কোন ক্ষতিই করতে পারবে না। (কেননা) লেখার কলম উঠিয়ে নেয়া হয়েছে এবং ভাগ্যলিপি লেখা পৃষ্ঠাগুলোও শুকিয়ে গেছে।  এ হাদিসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং এটাকে সহিহ হাদিস বলেছেন। তিরমীযি ছাড়া অন্য বর্ণনায় এভাবে বলা হয়েছে – আল্লাহকে সমম্রণ করবে, তাহলে তুমি তাঁকে তোমার কাছে পাবে। তোমার স্বচ্ছল অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করবে তাহলে তিনি তোমার দুরঅবস্থায় তোমাকে স্মরণ করবেন।

Post a Comment

0 Comments