বাংলাদেশের মাযহাবিরা দাবি করে থাকেন পৃথিবীর বেশীরভাগ মুসলিম মাযহাবের অনুসারি, তাই মাযহাব পালন হক্ব এবং সত্য।
সেই সকল মাযহাব পুজারিদের কাছে আমার প্রশ্ন,সংখ্যাগরিষ্ঠতা যদি হক্ব এবং সত্য প্রমানের দলিল
হয়ে থাকে, তাহলে যদি খ্রিসটানরা মুস্লিমদের বলে পৃথিবীতে খৃস্টানরা ২০৩ কোটি আর মুসলিমরা ১৬০ কোটি তাই খৃস্টানরা হক্ব এবং সত্য, তাহলে কি মাযহাবিরা এটা মানবে ?
এছাড়া মুস্লিমদের মধ্যেই নামাযীদের অপেক্ষা বে-নামাজির সংখ্যা বেশি এখন যদি বে-নামাজিরা বলে নামাজ না পরা হক্ব এবং সত্য,তাহলে কি মাযহাবিরা এটা মানবে ?
সবশেষে,পৃথিবীতে সৎ লোক অপেক্ষা অসৎ লোকের সংখ্যা বেশি, এখন যদি অসৎ লোকেরা বলে, অসততার মধ্যেই আছে হক্ব তাহলে এটাও কি মাযহাবিরা মানবে ?
মাযহাবিদের মতে সংখ্যাই বেশি থাকা যদি হক্ব এবং সঠিক হয়ে থাকে তাহলে উপরোক্ত দলিল
কি মাযহাবিরা মানবে ?
অতএব সংখ্যাই বেশিথাকাটা একটা পথভ্রষ্টতা এজন্য
আল্লাহ বলেন" পৃথিবীর বেশীরভাগ মানুষ পথভ্রষ্ট, কারন
তারা অনুমানের অনুসরন করে।
(আনআমঃ১১৬)
আর কম সংখ্যক লোকদের মধ্যে আছে হক্ব, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর উপদেশ গ্রহনের মন-মানুসিকতা। ( সুরা আরাফঃ৩,১০,সুরা সাবাঃ১৩
ও সুরা আসর।
মনে রাখতে হবে ৭৩ দলের ১ দল জান্নাতে যাবে তাই মাযহাব পুজারিদের কথায় বিভ্রান্ত না হয়ে কুরান ও সহি হাদিস মুতাবেক চলতে হবে।
কেও কষ্ট পেলে কিছু করার নেই লজিক আছে কথায়।
0 Comments