মহান আল্লাহ্ পাক তিনি বলেছেন, “নামায কায়িম করুন আপনারা।”
لصلوة عماد الدين من اقام الصلوة فقد اقام الدين ومن ترك الصوة فقد هدم الدين.
অর্থ : “নামায হচ্ছে দ্বীন উনার খুঁটি। যে নামায কায়িম রাখলো সে দ্বীন উনাকে কায়িম রাখলো। যে নামায উনাকে তরক করে দিল, সে দ্বীন উনাকে ধ্বংস করে দিল।”
الصلوة مفتاح الجنة.
অর্থ : “নামায হচ্ছে জান্নাতের চাবি।” কাজেই আপনারা নামায কায়িম রাখুন এবং আরো মহান আল্লাহ্ পাক তিনি আমভাবে সকলের জন্য বলেছেন,
اقيموا اصلوة.
অর্থ : “প্রত্যেকেই তোমরা নামায কায়িম রাখ বা আদায় করো এবং করার ব্যবস্থা কর।”
যদি কেউ নামায আদায় না করে তাহলে কি হবে? তার হাক্বীক্বী যে পবিত্রতা সেটা তার জন্য হাছিল করা সম্ভব হবে না। মহান আল্লাহ্ পাক তিনি যেটা বলেছেন,
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يرائون.
মহান আল্লাহ্ পাক তিনি বলেন,فويل للمصلين ওই মুছল্লির জন্য জাহান্নাম
الذين هم عن صلاتهم ساهون. الذين هم يرائون.
ওই মুছল্লির জন্য জাহান্নাম। কোন্ মুছল্লির জন্য? যে নামাযে সুস্থি-কাহিলী করে, গাফলতি করে নামায পড়ে। মানুষকে দেখানোর জন্য, রিয়া করে যে নামাযের মধ্যে, তার জন্য জাহান্নাম। সে হাক্বীক্বী ইছলাহ্ লাভ করতে পারবে না।
قد افلح المؤمنون. الذين هم فى صلاتهم خشعون.
ওই মু’মিন কামিয়াবী হাছিল করবে, যে খুশু-খুযুর সহিত একমাত্র মহান আল্লাহ্ পাক উনার জন্য নামায পড়বে। তার জন্য পবিত্রতা হাছিল করা সম্ভব। এটাই মহান আল্লাহ্ পাক তিনি বলেছেন,
اقمن الصلوة আপনারা খুশু-খুযুর সহিত খালিছভাবে নামায পড়ুন। আপনাদের
পবিত্রতার জন্য সহায়ক হবে।
(সুবহানাল্লাহ)
0 Comments