যমজ নবজাতকের জন্মের সময়ের ফারাক মাত্র কয়েক মিনিটের। আর তাই শুধু জন্মের তারিখই নয় পাল্টে গেল জন্ম সালও। দাদার জন্ম হল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর। আর বোন জন্ম নিল ২০১৮ সালের ১ জানুয়ারি। ক্যালিফোর্নিয়ার এই ঘটনায় হতবাক টুইটার বিশ্ব।
আমেরিকার ক্যালিফর্নিয়ায় মারিয়া ফ্লোরেস রিওস বর্ষবরণের দিন সন্ধ্যে থেকেই পেটে ভীষণ যন্ত্রণা অনুভব করছিলেন। তখনও আন্দাজ করতে পারেননি কিছুক্ষণের মধ্যেই জীবনের সবথেকে অভূতপূর্ব ঘটনার সাক্ষ্মী হতে চলেছেন তিনি।
স্ত্রীকে গর্ভযন্ত্রণায় কষ্ট পেতে দেখে তড়িঘড়ি ক্যালিফর্নিয়ার দেলানো রিজিওনাল হাসপাতালে নিয়ে যান স্বামী জোয়াকুইন। ওই হাসপাতালেই ৩১ ডিসেম্বর ১১টা বেজে ৫৮ মিনিটে প্রথম সন্তানের জন্ম দেন মারিয়া। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঠিক ১৮ মিনিট পর মারিয়ার দ্বিতীয় সন্তানের জন্ম হয়।
0 Comments