Breaking News

পাপী ব্যাক্তির মরন মুহুর্তটি কেমন হবে -

নবী করিম (সা:) বলেছেন, যারা পাপাচারী ব্যাক্তি তাদের যখন দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের দিকে যাওয়ার সময় হবে, তখন মৃত্যুর ফেরেশতা (আজরাঈল ) এক ভয়ানক রূপ নিয়ে আগমন করবে,যেই রূপ ইতিপূর্বে কেউ দেখেনি। তার পাশে এসে বসে মৃত্যুর ফেরেশতা বলবেন,“হে পাপী আত্মা! আল্লাহ তা’আলার ক্রোধ এবং আজাবের দিকে ছুটে আস।
যখন মৃত্যুর ফেরেশতা এই ঘোষণা করবে, তখন তার আত্মা দেহের মধ্যে ছুটে বেড়াবে আর সে বের হয়ে আসতে চাইবে না। মৃত্যুর ফেরেশতারা তখন তার আত্মাকে কঠিন ভাবে ধরে টানতে টানতে দেহ থেকে বের করে আনা হবে।
ভেজা পশমের মধ্য থেকে কাটাঁযুক্ত কিছুকে টেনে আনতে যেমন অবস্থা হয় তেমন। রাসূল (সা:) আরো বলেছেন, “যখন এই আত্মাকে টেনে বের করা হবে তখন যেন এটা তার শরীরের মাংস এবং স্নায়ুকে সহ সবকিছুই ছিড়ে ফেলবে, কারণ এই আত্মা শরীর থেকে সহজে বের হতে চাইবে না।
(আবু দাওদ শরীফ)
* ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন!
আমিন

Post a Comment

0 Comments