Breaking News

শফিউলের জীবন যুদ্ধ

নাম শফিউল, তৃতীয় শ্রেনীতে পড়ে,বাবা মারা যাওয়ার পর,সংসারের হাল ধরতে রিক্সা নিয়ে এখন রাজ পথে।জীবন যুদ্বে হার না মানা এক বীর সৈনিক এই শফীউল। বলে রিজিকের মালিক আল্লাহ,তিনিই ব্যবস্থা করবেন।আমার কাজ শুধু চেষ্টা করা।
দোকানে কাজ নিয়ে মাঝে এক বার পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছিলো,তাই এখন রিক্সা চালায়।মা'কে ভিক্ষা কিংবা মানুষের বাড়িতে কাজও করতে দিতে রাজি না শফিউল। শফিউল বলে,মা আমার জন্য অনেক করেছেন,এখন আমার করার পালা। অন্যদিকে তার পড়ালেখাও চলছে মুটামুটি ' সে কারো করুনার পাত্র হতে চাই না তাইতো স্কুল থেকে ফিরে রাত ৯ টা পর্যন্ত ভাড়ায় রিক্সা চালায়, মাহাজনকে দিয়ে যা থাকে তা দিয়েই কোন রকম চলে যায় সংসারের চাকা।
* আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তওফিক দান করুন,,,#আমিন

Post a Comment

0 Comments