Breaking News

একজন কসাই থাকবে মূসা নবীর সাথে জান্নাতে

হযরতে মূসা আঃ সাল্লাম, আল্লাকে বলে,
হে মহান আল্লাহ্‌, আমার সাথে জান্নাতে যিনি সঙ্গী হবে আমি তাকে দেখতে চাই, আমার আল্লাহ বলে মূসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই,
মূসা নবী ডাক দিয়ে বলেন মাবূদ তুমি আর লোক খুজে পেলে না, একটা কসাই দিলে আমি মূসার সাথে,
আল্লাহ্‌ তায়ালা বলে মূসা এই কসাই সেই কসাই না, তুমি একটু বাজারে গিয়ে খোজ নিয়ে দেখ, তার পরিচয় এই এই, অথপর মূসা বাজারে গেল সেই কসাইকে দেখতে, গিয়ে দেখে লোকটা সারাদিন গুস্ত বিক্রি করছে কিন্তুু ওজনে কম বেশী দেয় না, সঠিক ভাবে মাপ দিয়ে বিক্রি হয়ে গেল, সন্দাঁ বেলা কিছু গোস্ত নিয়ে বাড়ির দিকে রওয়ানা দিলো, বাড়ি যাওয়ার সময় মূসা নবী কসাইকে ডাক দিয়ে বলে আল্লাহ্‌র বান্দা আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, কসাই বলে চলেন, বাড়িতে যাওয়ার পর মূসা নবীকে বলে আপনি কিছুখন এখানে বসেন আমি রান্না করবো,  মূসা নবী বসে আছে বারিন্দায়, কিছুখন পর ঘরের ভিতর থেকে মূসা কান্নার আওয়াজ শুনতে পায়, মূসা বলে আমি কি ভিতরে আসতে পারি, কসাই বলে আসেন, গিয়ে দেখে গুস্ত রান্না করে বুড়া মহিলার মুখে তুলে দিতেছে, বুড়া মহিলাটা গুস্ত চিবিয়ে চিবিয়ে খায় আর দোয়া করে, হে আল্লাহ্‌ আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার এই সন্তানটা আমার খেদ মতে লেগে আছে, আমি মায়ের কূদরতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, হে খোদা তোমার দরবারে দোয়া করলাম, আমার এই সন্তানটা তুমি জামানার নবী মূসার সাথে তুমি দিয়ে দিয়, কসাই মূসাকে বলে আপনি কিছু মনে করবেন না আমার মা প্রতিদিন এই দোয়া করে, আপনি বলেন তো কোথায় আমার মূসা নবী, আর কোথায় আমি সাধারন একটা কসাই, এই দোয়া কি কোন দিন কবুল হয়, হযরতে মূসা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহর বান্দা, তোমার মায়ের দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে, কসাই বলে আপনি কে, হযরতে মূসা বলে আমিই জামানার নবী মূসা, তোমাকে সু সংবাদ দিয়ে গেলাম, কেয়ামতের দিন তুমি আমার সাথে জান্নাতে থাকবে, তোমার মায়ের এই দোয়ার কারনে.......অথএব আমার প্রিয় বন্ধুরা -
একজন কসাই মায়ের দোয়া নিয়ে জামানার নবীর সাথে জান্নাতে যেতে পারে আমরা পারি না কেন, বুঝতে হবে আমাদের কপাল পুড়ে গেছে, আল্লাহ্‌ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ্‌ তুমি আমাকে সহ সকলকে তোমার খাছ রহমত দান কর..? আমিন, আমিন, আমিন, আমিন, আমিন......।

Post a Comment

0 Comments