ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতে নারীরা উঠে আসছেন। এখন আর কোনো ক্ষেত্রেই নারীরা পিছিয়ে নেই। তাঁরাও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি অবদান রেখে যাচ্ছেন। নারীদের তথ্যপ্রযুক্তি খাতে আরও এগিয়ে নিতে অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন সরকার।
আজ বুধবার রাজধানীর জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত ‘বাংলাদেশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে মেয়েদের সংখ্যা বৃদ্ধি’ বিষয়ে আলোচনা সভায় তথ্যপ্রযুক্তিমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও মাসিক কম্পিউটার ম্যাগাজিন সি-নিউজ এ আয়োজন করে।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জনগণের অর্ধেক নারী। তাঁদের অবহেলিত রেখে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারব না। আমাদের উচিত সবাইকে সমানতালে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। সবাইকে অনুরোধ করব, যাঁর যাঁর জায়গা থেকে নারীদের আস্থা বাড়াতে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করবেন।
ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘আমি এখনো নতুন। আগে সবকিছু বুঝে নেই, পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। আমি এখনো শিখছি।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মরগ্যান স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সামিনা এম সাইফুদ্দিন। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, নারীদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখানে সীমিত। কিছু ব্যতিক্রম ছাড়া পরিবার থেকে নারীদের প্রযুক্তিগত বিষয়গুলোতে উৎসাহ দেওয়া হয় না। সামাজিক বিভিন্ন বাধা দূর করতে পারলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে নারীদের সংখ্যা উল্লেখ্যযোগ্য হারে বাড়ানো সম্ভব।
বিডিওএসএনে সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চালনায় দেন মাসিক সি-নিউজের সম্পাদক ও প্রকাশক রাশেদ কামাল, লিডস করপোরেশনের চেয়ারম্যান শেখ আবদুল আজিজ, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) সভাপতি লুনা শামসুদ্দোহা প্রমুখ।
0 Comments