Breaking News

জরাজীর্ণ পোশাক পরে গত দুই বছর যাবত

জরাজীর্ণ পোশাক পরে গত দুই বছর যাবত মানবেতর জীবন কাটছিলো এই মানসিক ভারসাম্য হারানো মেয়েটি  পাগল বলে কেউ তার কাছে আসতো না,,, সব খোজ খবর নিয়ে শামীম আহমেদ তাকে সুস্থ করার দায়িত্ব নেন, এলাকাবাসী ও স্থানীয় পুলিশের উপস্থিতিতে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে আসেন,, সেখানে দুই মাস চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়। এরপর শুরু হয় মেয়েটির স্বজনদের খোঁজ খবর,, ফেইসবুক সহ, স্থায়ীভাবে প্রচারণা চালিয়ে খুজে বের করা হয় মেয়েটির স্বজনদের। মেয়েটির নাম শিউলি রানি সরকার, ব্রাক্ষনবাড়ীয়ার, সরাইল উপজেলার দাউরিয়া গ্রামের সতীর্থ সরকারের মেয়ে।গত পাঁচ বছর আগে নিখোঁজ হয়েছিলো শিউলি। মেয়েটিকে সুস্থ করে ওর স্বজনদের হাতে তুলে দেন শামীম আহমেদ,,, এখনো নিয়মিত খোঁজখবর নেন, এবং ঔষধ দিয়ে আসেন।

Post a Comment

0 Comments