হযরত উসমান গনী (রাঃ) বলেন, যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ রেখে গুরুত্ব সহকারে নামাজের ব্যপারে যত্নবান থাকে আল্লাহ পাক তাকে (৯) নয়টি জিনিস দ্বারা
সম্মানিত করবেন।
(@) আল্লাহ পাক স্বয়ং তাকে ভালবাসেন।
(@) তাহাকে সুন্দর স্বাস্থ্য দান করেন।
(@) ফেরেশতারা তাহার হেফাজত করেন।
(@) তাহার ঘরে বরকত দান করেন।
(@) তাহার মুখ-মন্ডলে বুযুর্গদের চেহারার নূর,,
ফুটিয়া উঠে।
(@) তাহার অন্তর কোমল হয়ে যায়।
(@) সে পুলছেরাতের উপর দিয়ে বিজলির মত
পার হয়ে যাবে।
(@) আল্লাহ তায়ালা তাকে জাহান্নাম হইতে,,
মুক্তি দান করবেন।
(@) বেহেশতে ঐ সব লোকদের প্রতিবেশি হওয়ার
সুভাগ্য অর্জন করিবে যাহাদের
সম্পর্কে কুরআনে বলা হয়েছে
কেয়ামতের দিবসে তাহাদের কোন প্রকার ভয়ভীতি
থাকিবে না এবং কোন প্রকার চিন্তাও থাকিবে না"।
(y) নিজে জানুন,
লাইক এবং শেয়ার করে বিশ্বকে জানান। (y)
0 Comments