পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে শীতের কথা জিজ্ঞাসা করতেই আল্লামা সাঈদী বলেন -
"..... ও কথা বলোনা। অসম্ভব শীত। কারাগারের যে রুমে আমি থাকি তার দরজার গ্রীল দিয়ে সারারাত হু হু করে ঠান্ডা বাতাস ঢোকে। ফ্লোরে পাতা বিছানাটা মনে হয় পানি দিয়ে কেউ ভিজিয়ে রেখেছে। ফজরের অজু করতে গেলে মনে হয় বরফের পানির মতো, ঐ পানিতে হাতের তালু যেন ছিদ্র হয়ে যাচ্ছে।
এতো কষ্টের মাঝেও আল্লামা সাঈদী বললেন, অসহায় দু:স্থ গ্রামের মানুষগুলিকে পারলে কিছু কম্বল-শীতবস্ত্র দিও। অসহায় মানুষের পাশে থেকো, সবসময়"
আহারে এমনই একজন মানুষ তিনি ....!
এমনই একজন মানুষ তিনি, যিনি নিজে তীব্র এই শীতে অন্ধকার কারগারের মধ্যে থেকেও বাইরের শীতার্ত অসহায় মানুষগুলির চিন্তায় বিভোর।
যখন তিনি ছিলেন বাইরে, যেকোন দূর্যোগে ছুটে যেতেন দেশের এপ্রান্ত থেকে ঐ প্রান্ত পর্যন্ত। বিশ্ব মুসলিমের দুর্যোগে ছুটেছেন বিশ্বের বিভিন্ন দেশে। এজন্যই তো তিনি আল্লাহ তায়ালার দয়ায় বিশ্বের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন।
ওগো দয়াময় আল্লাহ !
তুমি পরম শ্রদ্ধেয় আল্লামা সাঈদীকে সুস্থ রাখো। নিরাপদে রাখো। নেক হায়াত দান করো। তার মুক্তিরর ফায়সালা করে দাও। সুযোগ করে দাও অসহায় নির্যাতিত-মেহনতি মানুষের পাশে দাড়ানোর আর ফিরিয়ে দাও তাকে কোরআনের ময়দানে।
তথ্য: ছেলে মাসুদ সাঈদী।
0 Comments