Breaking News

এক মুসলিম ছেলে এক মেয়ের কাছে বিয়ের প্রস্তাব

এক মুসলিম ছেলে এক মেয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। ... .
প্রস্তাবটি জেনে মেয়েটি ছেলেটিকে জানায়ঃ
আমি যদি কীভাবে সেলাই করতে হয় ! কীভাবে রান্না করতে হয় ! কীভাবে কাপড় ধুয়ে ইস্ত্রি করতে হয় তা না
জানি !
আপনি কি আমাকে বিয়ে করবেন ?
... .
ছেলেঃ আপনি কি নামায
আদায় করতে পারেন ?
আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সাথে অন্য কাউকে শরীক না করে তার
ইবাদাত করেন ? আপনি কি রোযা রাখেন, যাকাত দেন?
মেয়েটিঃ জ্বী,
আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায পড়ি,
আমি আল্লাহ্'র সাথে কাউকে শরীক করি না।
আমি যখন পারি তখন দান- সাদাকাহ করি এবং আমি আল্লাহ্'কে ভয় করি।
... .
ছেলেঃ (হাসিমুখে জানায়) আমার জন্য অতটুকুই যথেষ্ট।
আমার একজন মেয়ের প্রয়োজন যিনি আমার দ্বীনকে সম্পূর্ণ করবেন।
আমার বাড়ির কোন কাজের বুয়ার প্রয়োজন নেই।
... .
তখন মেয়েটি উত্তর দিলঃআমি রান্নাবান্না, কাপড় কাচাসহ সব কাজই করতে অভ্যস্ত, শুধু আপনাকে পরীক্ষা করছিলাম
আপনি কতটুকু দ্বীনদার ।
আলহামদুলিল্লাহ আপনি পাশ করেছেন... .
... .
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা পবিত্র
কুর'আনে সূরা আন-নূর (২৪) -এ ইরশাদ করেছেনঃ
“ভালো মেয়ের জন্য ভালো ছেলে এবং ভালো ছেলে জন্য ভালো মেয়ে”
[ সূরাঃ আন-নূরঃ ২৬]

Post a Comment

0 Comments