Breaking News

একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ। (সঃ)

একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ। (সঃ) সাহাবায়ে কেরামদের নিয়ে সকালে নাস্তা করতেছেন। সেই সুযোগে একজন সাহাবা নবীজীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ (সঃ) আপনি সর্বশ্রেষ্ট এবং সর্বশেষ নবী আমরা (সাহাবায়ে কেরামরা) আপনার সাথে মসজীদে গিয়ে আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করি, আপনার সাথে বসে একসাথে নাস্তা করি, আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে একসাথে যুদ্ধ করি এবং সুখে দুঃখে সবসময় আমরা আপনাকে পাশে পায়। তো এই পৃথিবীর জমীনে আমাদের চেয়ে উত্তম মানবজাতি আর কেউ আছে কি? নবীজী (সঃ) বল্লেন হ্যাঁ আছে। অতপর সেখানে উপস্হিত সব সাহাবায়ে কেরামরা তাজ্জব হয়ে গেলেন। এবং বল্লেন ইয়া রাসূল (সঃ) আমাদের চেয়ে উত্তম মানবজাতি পৃথিবীতে আছ? কিন্তু তারা কারা? নবীজী (সঃ) বললেন, তাহলে শুনো তোমাদের চেয়ে উত্তম উম্মত আছে কিন্তু তারা এখনো পৃথিবীতে আসে নাই। তারা তোমাদের পরে পৃথিবীতে আসবে। তারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে, তারা আমাকে অধিক পরিমানে ভালবাসবে এবং তারা আমাকে না দেখে ইয়া নবী ইয়া নবী বলে বলে আমাকে সালাম দিবে এবং আমাকে না দেখে ইয়া রাসূল বলে বলে আমার কথা স্বরন করে কাঁদবে। আর যখন তাদের সামনে আমার নাম উচ্ছারন করা হবে তখন তারা আমার উপর দরূদ পাঠ করবে। এবং তারা সমগ্র পৃথিবীর মাঝে আল্লাহর দ্বীনকে (ইসলাম ধর্মকে) প্রতিষ্ঠিত করবে। আর তারা মানুষের মাঝে আমার আদর্শ পৌঁছিয়ে দিবে। হে আমার প্রিয় সাহাবারা, তারাই হলো পৃথিবীর ইতিহাসে পৃথিবীর জমীনে সর্বোত্তম উম্মত।
(সুবহান'আল্লাহ, আল্লাহু আকবর কবীরা,)
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমদের প্রিয় নবীজী (সঃ) কথা গুলো বলেছেন সাহাবায়ে কেরামগণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো উনার উম্মত পৃথিবীতে আসবে তাদেরকে ইংগিত করে। আর তাদের মধ্যে ইনশা'আল্লাহ আমরাও রয়েছি। কাজেই আমাদের আল্লাহ এবং নবীজী (সঃ) এর নির্দেশ সমূহ মেনে নিজে সৎপথে কায়েম থেকে এবং অপরকেও সৎপথের দিকে আহবান জানিয়ে জীবন পরিচালনা করাটা অত্যন্ত জরুরী।
এবং মহান আল্লাহ তা'য়ালাও আমাদেরকে পবিত্র কোরআনের সূরা - ইমরানের ১১০ নং আয়াত শরীফে পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম উম্মত বলে ঘোষনা করে দিয়েছেন। তাই আমাদের প্রত্যেক্যেই সতর্কতার সাথে জীবন যাপন করা উচিৎ।
(আল্লাহ আমাদের সবাইকে সৎপথের উপর কায়েম থাকার তৌফিক দান করুন,)

Post a Comment

0 Comments