
ওয়েব ডেস্ক: কান্দিল বালোচ। নামটা মনে পড়ছে! টি২০ বিশ্বকাপের সময় পাকিস্তানের এই সুন্দরী মহিলা মডেল বিরাট কোহলিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ভারত জেতায় নগ্ন হয়েছিলেন। বালোচ নিজের নগ্নতাকে নানাভাবে তুলে ধরে দেশে, সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন। সেই বালোচের সঙ্গে সেলফি তুলে পদ খোয়ালেন এক মুসলিম ধর্মগুরু। পাকিস্তানের ধর্মীয় সংগঠন তাহরি-ই-ইনসাফ-এ শীর্ষ পদে থাকা মুফতি আব্দুল কোয়াভি নামের ওই ধর্মগুরুর অপরাধ তিনি বালোচের সঙ্গে সেলফি তুলেছেন। যে সেলফিটার জন্য ধর্মগুরু পদ হারিয়ে অপমানিত হলেন, সেটা বালোচের তোলা। ধর্মগুরু ফোনে কথা বোলার সময় সেলফিটা তোলেন বালোচ। এই পাক মডেলকে ইফতার পার্টিতে এক হোটেল ডেকে ছিলেন এই ধর্মগুরু। এমনটাই ফেসবুকে দাবি করছেন বালোচ।
0 Comments