মানুষকে ভালবাসলে যেমন অাল্লাহুর ভালবাসা পাওয়া যায়, তেমনি মানুষের সাথে ভাল ব্যাবহার করলে অাল্লাহুতালাও খুশী হোন। অার মানুষকে সন্মান করলে, অাল্লাহতালাও অামাদের দুনিয়াবি জীবন এবং অাখেরাতের জীবনকে সন্মানিত করবেন। অার মানুষ হিসাবে মানুষের সাথে কেমন ব্যাবহার করবো তা শিক্ষা দিতেই, অাল্লাহু অামাদের কুরঅান দান করেছেন। তাই অাসুন কুরঅানে অালোকে অাল্লাহুর সন্তুষ্টি অর্জন করার উদ্দেষ্যে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি।
0 Comments