Breaking News

আমি মৃত্যুর কোলে ঢোলে পড়ছি!

আমি মৃত্যুর কোলে ঢোলে পড়ছি!
মৃত্যু এলান করছে — আমি সেই মৃত্যু, অনেক বড় সম্পদ ওয়ালাকেও কবরে নিয়ে যাই।
আমি সেই মৃত্যু! যে আমার পিতা মাতা দিকে নিয়ে যেতে চায়!
আমি সে মৃত্যু! যে ভাই থেকে বোনকে চিরতরে আলাদা করে দেই।
আমি সে মৃত্যু! যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই।
আমি সে মৃত্যু! যে স্বামী থেকে স্রীকে পৃথক করে দেই।
আমি সে মৃত্যু! যে প্রিয়জন থেকে আলাদা করে দেই।
আমি সে মৃত্যু! যে সুখের সংসার ভেঙ্গে তচনচ করে দেই।
আমি সে মৃত্যু! যে কবরস্হানকে আবাদ করি।
আমি সে মৃত্যু! যে তোমাদের খুজিয়এবং তোমরা যতই নিরাপওা বেষ্টনীর মধ্যে থাক, আমি তোমার জান কবজ করি এবং কোন সৃষ্টিই আমার কবজা থেকে বাচতে পারবে না।
প্রিয় ভাইও বোনেরা আমার—দুনিয়া জিন্দেগীতে আল্লাহ পাক আমাদের পরিক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন। এখানে যে আসে, সে যাওয়ার অগ্রীম টিকিট নিয়েই আসে। এখানে চিরস্হায়ী বসবাসের স্হান নয়। চাই সে বড় শক্তিশালী বাদশা হোক, চাই মালদার হোক। চাই ফকীর হোক। মৃত্যু সবারই কপালের লিখন। মৃত্যু যখন আসে, তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিসদের কাছে পড়ে থাকে। শুধু শুন্য হাতে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়ে থাকে। যদি হাতে দামী আংটি থাকে, তাও খুলে রাখা হবে!

Post a Comment

0 Comments