হযরত মুসা (আঃ) একদিন আল্লাহকে প্রশ্ন
করলেন,
হে আল্লাহ যদি ৪টি জিনিস হত আর
৪টি জিনিস না হত তবে খুব ভাল হত।"
(১) যদি জীবন হত, মৃত্যু না হত ।
(২) যদি জান্নাত হত জাহান্নাম না হত ।
(৩) যদি ধনী হত, গরীবী না হত।
(৪) যদি সুস্হতা হত অসুস্হতা না হত।
গায়েব থেকে আওয়াজ এল
, "হে মুসা যদি মৃত্যু
না থাকত তবে আমার সাক্ষাত হত না,
যদি জাহান্নাম না হত তবে আমার আজাবের ভয়
কে করত?
যদি গরীবী না থাকত তবে বান্দা
আমার
শুকরিয়া আদায় করতনা,
আর যদি অসুস্হতা না থাকত তবে বান্দা আমায় স্বরণ করত না।"
"আল্লাহু আকবার।"
" আল্লাহ সবকিছুই পরিপূর্ণভাবে তৈরী করেছেন।"
আল্লাহ আমাদের সবাইকে
সঠিক ভাবে বোঝার তৌফিক দান করুন,,,, আমিন।।
0 Comments