নিজ আঁখিতে আল্লাহ্ কভু দেখি না তোমায়,
জানি তুমি সদা আছো দেখিছো আমায়।
বেহেস্তে মোরে লয়ে যাবে তুমি যবে দয়া করে,
আঁখির সব আলো দিয়ে তোমায় দেখিবো পরান ভরে।
.
কারনে অকারনে কত শত বার তোমারে গিয়াছি ভুলে,
নিত্য আমারে যুগিয়েছো প্রান, আহার দিয়াছো তুলে।
কতবার দুরে গিয়েছি তোমার, হয়েছি নাফরমান,
আমারে কখনও ভুল না তুমি সত্য মেহেরবান।
.
তাহার প্রমান পাইয়াছি আমি বিপদের দিনকালে,
বাঁচায়েছো মোরে, ডাকিয়াছি যখন তোমারে মনের ভুলে।
কতবার হইলো রোগশোক মোর, পরিয়াছি শয্যায়,
ব্যাথার প্রহারে ভাবিয়াছি হায় প্রান বুঝি মোর যায়।
সুস্থ করিয়া দিইয়াছো মোরে, পাইয়াছি নব প্রান,
তাই তো তোমারে এত ভালবাসি, গাই তব গুনগান।
.
যাহারে সকলে দুরে ঠেলে দেয়, চাহে না নয়ন পাতে,
কদাকার-গরিব-অক্ষম বলে নিন্দে অবজ্ঞাতে,
তাহারে তুমি কতো ভালবেসে হাতটি বাড়িয়ে দাও,
দিনহীন তরে নিশিদিন জুড়ে বন্ধু হইয়া রও।
0 Comments