বেলায়েতের সম্রাট গাউসুল আযম হযরত বড়পীর সম্পর্কে হযরত খিজির(আ.) এর বাণী:
হযরত শায়েখ আবু মাদয়ান (রা:) বর্ণনা করেন , আমি আবুল আব্বাস হযরত খিজির (আ:) এর সাথে তিন বছর পূর্বে সাক্ষাত করেছিলাম। একদিন আমি উনার সাথে পূর্ব-পশ্চিমের মাশায়েখ সম্পর্কে আলোচনা করলাম এবং আলোচনা প্রসঙ্গে সৈয়্যেদেনা শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলা জাদ্দিহি নাবীয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা উঠলে তিনি আমাকে বলেন-
''উনি সিদ্দিকীনের ইমাম, আরফিনের প্রিয় পাত্র এবং মারিফতের আত্মা হিসাবে বিবেচ্য। আউলিয়া-কেরামের মধ্যে উনার শান অত্যন্ত দুর্লভ এবং উনি সবদিক দিয়ে পরিপূর্ণ। আউলিয়া-কেরামের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার শান গাউসে পাকের উদ্ধে। আমিও গাউসে পাকের উচ্চ মর্যাদাকে স্বীকার করি। আমি ওলিগণের মর্যাদাকে তারই ইঙ্গিতে পরিবর্তিত করি। শায়েখ ময়দান(র:) বর্ণনা করেন, আমি খিজির (আ:) এর মুখে অন্য কোন ওলির শানে এত বেশি প্রশংসা শুনিনি । (বাহজাতুল আসরার, পৃষ্টা- ৬৯৭। যুবদাতুল আসার, পৃষ্টা-১৮)
সমগ্র ভারতবর্ষে কাদেরীয়া তরিকার প্রচারক , বড়পীর গাউসে পাকের খাস বংশধর তথা আহলে বাইতের সদস্য(প্রিয় নবীর বংশধর) হযরত সৈয়্যেদেনা ওয়া মাওলানা সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী আল জিলানী আল মেদিনীপুরী কাদ্দাসাল্লাহু সিররাহুল আযীয ওরফে ''মওলা পাক'' তার '' দিওয়ান-ই-পাক'' এর এক কাসিদা শরিফে বলেন-
হ্যায় ফাওকে আউলিয়া পে বেলায়েত মে আপকো
আ'লা হ্যায় সব সে মরতবা ইয়া গাউসে কিবরিয়া।
অর্থ: আপনি আউলিয়াদের শিরোমণি বেলায়েতের ভিক্তি
উচ্চতম আপনার সমস্ত পদ মর্যাদা হে গাউসে কিবরিয়া।
ইয়া গাউসে পাক ! রওশন জমীর। ইয়া কুতুবুল কাওনায়েন। ইয়া গাউসে আযম আল-গায়াস । ইয়া গাউসুল ওরা । ইয়া গাউসুল কুল । আপনার গাউসিয়াত ও বেলায়েতের ফয়ূজাত আমাদের নসীব করুন । আমাদেরকে গোলাম হিসাবে কবুল করুন । আমীন। আল্লাহুম্মা সাল্রি আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ ।
মোহাম্মদ তফিজ উদ্দিন কাদেরী
0 Comments