আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে শেষ হল
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা পৌনে ১১টায় শুরু হওয়া এই আখেরি মোনাজাত
চলে প্রায় আধ ঘণ্টাব্যাপী। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ,
শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল
মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান।
মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন লাখো
মুসল্লি। আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে
মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।
আখেরি মোনাজাতের আগে সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় বয়ান। ভোর থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে উপস্থিত হন লাখো মুসল্লি।
0 Comments