Breaking News

ইজতেমায় বাংলায় হেদায়েতি বয়ান

এবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত ও হেদায়াতি বয়ান দুটোই হচ্ছে বাংলায়। আখেরি মোনাজাতের আগে রোববার সকাল ৮টা ১৫ মিনিটে থেকে বাংলায় হেদায়েতি বয়ান শুরু হয়। কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন বাংলায় এ হেদায়েতি বয়ান করেন।

ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভিকে নিয়ে বিতর্ক ওঠার পর তিনি এবার টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না। ভারতের মাওলানা জোবায়রুল হাসান মারা যাওয়ার পর মাওলানা সাদই বিশ্ব ইজতেমার হাল ধরেছিলেন। বিশ্ব ইজতেমায় উর্দুতে বয়ান করা ছাড়াও তিনি একই ভাষায় আখেরি মোনাজাত পরিচালনা করতেন।

এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের শুরু হয়েছ। আখেরি মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ জোবায়ের।
আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল নামে টঙ্গীর ইজতেমা ময়দানে।

Post a Comment

0 Comments